গলায় গামছা পেঁচানো অবস্থায় অনুপম কুমার ঘোষ (২৬) নামের এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে বিষয়টিকে আত্মহত্যা বলছে পুলিশ।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) ভোররাত ৩টার দিকে সাতক্ষীরা শহরের রসুলপুর এলাকায় ওই পুলিশ সদস্যের ভাড়া বাসায় এই ঘটনা ঘটে।
অনুপম কুমার বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার দুর্গাপুর খরমখালি গ্রামের আশীষ কুমার ঘোষের ছেলে।
অনুপম কুমার সাতক্ষীরা পুলিশ লাইনসে কর্মরত ছিলেন। তিনি রসুলপুর এলাকায় এক ব্যক্তির বাড়িতে স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতেন। ডিউটি শেষে শনিবার দিবাগত রাত ২টার দিকে তিনি বাসায় ফেরেন।
এরপর ভোররাত ৩টার দিকে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় তাকে উদ্ধার করা হয়। এরপর রাত সাড়ে ৩টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসা ডা. মারুফ হাসান বলেন, ‘হাসপাতালে আনার আগেই তার (অনুপম কুমার) মৃত্যু হয়েছে।’
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে ভোররাতে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।’