রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
রবিবার ২০ এপ্রিল ২০২৫
ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
খুলনা প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:২২ PM
খুলনায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৫০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার দুপুর ১টার দিকে জীবন বীমা অফিস ও ১০ তলা ভবনের পেছন থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সদর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: জাহাঙ্গীর আলম বলেন, রেলস্টেশনে যাত্রী নামিয়ে রাজশাহী হতে ছেড়ে আসা সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনটি ওয়াস ফিল্ডে যাচ্ছিল। এসময়ে নিউ মার্কেট জীবন বীমা অফিস এবং নুর শপিং সেন্টার সংলগ্ন গলি দিয়ে এক ব্যক্তি দৌড় দিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দেয়। স্থানীয়রা তাকে থামানোর চেষ্টা করে ব্যর্থ হয়। 

ট্রেনটি অজ্ঞাত ওই ব্যক্তির ওপর দিয়ে চলে গেলে মাথাটি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে কি কারণে তিনি ট্রেনের নীচে ঝাঁপ দিলেন তা তিনি জানাতে পারেননি। তার পরিচয় শনাক্তকরণের চেষ্টা চলছে বলে তিনি এ প্রতিবেদককে আরও জানিয়েছেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত