রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
রবিবার ২০ এপ্রিল ২০২৫
বান্দরবানে আবারও ২২ শ্রমিক অপহরণ
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:২৬ PM
বান্দরবানের লামায় আবারও ২২ রাবার শ্রমিককে অপহরণ করেছে সন্ত্রাসীরা। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ফাঁসিয়াখালি ইউনিয়নের মুরুং ঝিরিপাড়া থেকে তাদের অপহরণ করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার রাতে লামা উপজেলার ফাঁসিয়াখালি ইউনিয়নের মুরুং ঝিরিপাড়া থেকে ২২ শ্রমিককে অপহরণ করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। কে বা কারা অপহরণ করেছে এ বিষয়ে কিছু জানা যায়নি। ধারণা করা হচ্ছে, স্থানীয় সশস্ত্র গোষ্ঠী তাদের অপহরণ করে নিয়ে গেছে।

পুলিশ বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা অপহৃতদের উদ্ধারে অভিযান শুরু করেছে। মুক্তি চাওয়া হয়েছে কিনা এমন কোনও খবর এখনও পাওয়া যায়নি।

লামা থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, ২২ জন রাবার শ্রমিককে অপহরণ করা হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ আসেনি। তবে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ, বিজিবি ও সেনাসদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছে।

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি একই উপজেলার সরই ইউনিয়নের লিংপুং এলাকা থেকে সাত শ্রমিককে অপহরণ করেছিল সন্ত্রাসীরা। পরে যৌথবাহিনীর অভিযানের মুখে তাদের ছেড়ে দেয় সন্ত্রাসীরা।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত