রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
রবিবার ২০ এপ্রিল ২০২৫
আওয়ামী লীগ নেতা থাকার খবরে গুলশানে বাড়ি ভাঙচুর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ২:৫৯ PM
আওয়ামী লীগের নেতা আছেন সন্দেহে রাজধানীর গুলশানে একটি বাড়ি ভাঙচুর করা হয়েছে। গতকাল রোববার রাত ১০টার দিকে গুলশান-২ এর ৪১ নম্বর সড়কের ৭/১ বাড়িটি ঘেরাও করেন প্রায় দেড়শ ছাত্র-জনতা। তারা বাড়ির মূল ফটক ভাঙার পরপরই সেখানে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

বাড়িটি খুলনা জেলা বঙ্গবন্ধু পরিষদের সহসভাপতি ড. মাহবুবুল ইসলামের। ঘটনার সময়ে তিনি খুলনায় অবস্থান করছিলেন। 

ড. মাহবুবুল জানান, এক বছর ধরে তিনি খুলনায় আছেন। গুলশানের বাড়িটি ভাড়া দিয়েছেন। রাতে তিনি খবর পেয়েছেন, তার বাড়িতে হামলা হয়েছে। কে বা কারা এটা করেছে, তা তিনি জানেন না। তবে মাহবুবুল জানতে পেরেছেন, রাত ১০টার দিকে একদল লোক বাড়ির সামনে জড়ো হয়ে ছয় নিরাপত্তা কর্মীকে মারধর করে বের করে দেয়। 

এর মধ্যে একজনের শারীরিক অবস্থা গুরুতর। এরপর তারা মূল ফটকসহ বাসার কাচ ভাঙচুর শুরু করে। এ সময় বাসার ব্যবস্থাপক পুলিশকে ফোন দিলে তারা পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

এ বিষয়ে গুলশান থানার অফিসার্স ইনচার্জ মো. মাহমুদুর রহমান বলেন, ‘গতকাল রাতে বনানীর কড়াইল বস্তি থেকে একদল যুবকের সঙ্গে ওই বাড়ির লোকজনের দ্বন্দ্ব সৃষ্টি হয়। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বাড়ি ভাঙচুর করতে চাইলে পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে ব্যবস্থা নেয়। বাড়িটিতে বিভিন্ন ধরনের অফিস রয়েছে।’

তিনি আরও বলেন, ‘পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের নেওয়ার পর আরও কোনও ঝামেলা হয়নি। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে।’
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত