রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
রবিবার ২০ এপ্রিল ২০২৫
নিখোঁজের পর ধানক্ষেতে পাওয়া গেল মুক্তিযোদ্ধার লাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:২৭ PM
কাপাসিয়ায় নিখোঁজের পরদিন বীর মুক্তিযোদ্ধা গণি শেখের (৭০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ বাড়ির পাশের ধানক্ষেত সংলগ্ন স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি উপজেলার নলগাঁও (খয়ড়াপাড়া) গ্রামের মৃত কামাল শেখের ছেলে।

গণি শেখের ভাতিজা রতন শেখ জানান, তার চাচি ও চাচাতো ভাইয়েরা গাজীপুরের মির্জাপুরে বসবাস করেন। চাচা একাই কাপাসিয়ায় গ্রামের বাড়িতে থাকতেন। শনিবার সকাল থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করলে নিজ ঘরে সেটি পাওয়া যায়।

পুলিশ জানায়, সকালে গণি শেখের প্রতিবেশী লোকমান মিয়া তার নিজের জমি দেখতে যাওয়ার সময় ধানক্ষেতের পরিত্যক্ত স্থানে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ‘মুক্তিযোদ্ধা গণি শেখ অসুস্থ ছিলেন। তার হার্টে সমস্যা ছিল। অসুস্থ শরীর নিয়ে নিজের ফসলি জমি, সবজি বাগান দেখতে যান। হয়তো বুকে ব্যথা উঠে সেখানে মারা গেছেন। ঘটনার তদন্ত চলছে। মৃত্যুর কারণ নিশ্চিত হতে ঘটনাস্থলে গেছে পুলিশ।’

কাপাসিয়া উপজেলা সংসদের সাবেক কমান্ডার বজলুল রশিদ মোল্লা বলেন, ‘গণি শেখ একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি সমাজের নানা উন্নয়নমূলক কাজে যুক্ত ছিলেন। এটি স্বাভাবিক মৃত্যু নাকি অস্বাভাবিক, তা এখনও নিশ্চিত হতে পারিনি আমরা। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত