ধামরাইয়ে এক মাদ্রাসা ছাত্রীকে (৮) গাছ থেকে বরই পাড়ার লোভ দেখিয়ে ডেকে নিয়ে ধর্ষণের ঘটনায় আবুল হোসেন (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ।
গতকাল রোববার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার উপপরিদর্শক মো. আতাউল বাবু। গ্রেপ্তারকৃত আবুল হোসেন ধামরাই উপজেলার সুয়াপুর ইউনিউয়নের শিয়ালকুল গ্রামের মৃত কোরবান আলীর ছেলে।
এলাকাবাসী জানায়, গতকাল রোববার বিকেলে আবুল হোসেন ভিক্টিমকে বরই পাড়ার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি এলাকার সবাই জানলে আবুল হোসেনকে আটক করে গণধোলাই দেয়। পরে পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত ধর্ষককে আটক করে থানায় নিয়ে যায়।
ধর্ষণের শিকার শিশুটির মা বলেন, আমার মেয়েকে অভিযুক্ত আবুল ফুসলিয়ে নিজ বাসায় নিয়ে যায়। পরে তাকে ধর্ষণ করে। আমার মেয়ের চিৎকারে আশেপাশের লোকজন এসে আবুলকে আটক করে পুলিশে সোপর্দ করে। আমি খবর পেয়ে মেয়েকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়।
ধামরাই থানার উপপরিদর্শক মো. আতাউল বাবু বলেন, ‘আমরা সংবাদ পেয়ে অভিযুক্ত আবুল হোসেনকে জনতার কাছ থেকে আটক করে থানায় নিয়ে আসি। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান। আবুল হোসেনকে গণধোলাই দেওয়ায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’