মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
রামগঞ্জে স্মার্ট ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চোখের চিকিৎসা ও ছানি অপারেশন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৫৯ PM
লক্ষ্মীপুরের রামগঞ্জে জনকল্যাণমূলক সংগঠন স্মার্ট ফাউন্ডেশনের উদ্যোগে দুই দিনে ২ হাজারেরও বেশি রোগী পেয়েছেন বিনামূল্যে চোখের চিকিৎসা ও ছানি অপারেশন সেবা। 

বাংলাদেশে জাপানের সনি’র অফিসিয়াল ডিস্ট্রিবিউটর স্মার্ট ইলেকট্রনিকস লিমিটেড (সনি-স্মার্ট) এবং বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটাল-এর সহযোগিতায় রোববার ও সোমবার (১৬ ও ১৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয় ‘সনি-স্মার্ট আই কেয়ার ক্যাম্প’ নামে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা কর্মসূচি।

আয়োজকেরা জানান, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আগত রোগীদের বিনামূল্যে চোখের পরীক্ষা-নিরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ ও চশমা প্রদান করা হয়। এছাড়াও বাছাইকৃত রোগীদের জন্যে রয়েছে ঢাকায় যাতায়াত এবং হাসপাতালে থাকা-খাওয়ার ব্যবস্থাসহ ফ্যাকো পদ্ধতিতে বিদেশি সফট লেন্স ব্যবহার করে ব্যথামুক্ত, সেলাইবিহীন ও রক্তপাত ছাড়া বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা।

‘দৃষ্টি আপনার, দায়িত্ব আমাদের! ঝকঝকে দেখুন, সনি-স্মার্ট-এর সাথে!!’ --- এই স্লোগানে রোববার সকালে চক্ষু চিকিৎসাসেবা কর্মসূচির উদ্বোধন করেন স্মার্ট ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল ও স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে সনি ইন্টারন্যাশনাল (প্রা.) লি. বাংলাদেশ শাখার প্রধান জনাব রিকি লুকাস, রামগঞ্জ মডেল ডিগ্রী কলেজের অধ্যক্ষ জনাব মো. নুর উদ্দিন ভূঁইয়া, রামগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ, সনি-স্মার্ট পরিচালক জনাব মো. তানভীর হোসাইন, বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটাল-এর মহাব্যবস্থাপক মুহাম্মদ কামরুল ইসলাম সানজিদ, এবং সনি-স্মার্ট উপ-মহাব্যবস্থাপক ও হেড অব মার্কেটিং আজাদ রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্মার্ট ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল ও স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, “সম্পূর্ণ জনকল্যাণমূলক একটি সংস্থা ‘স্মার্ট ফাউন্ডেশন’। এর মূল লক্ষ্য ও উদ্দেশ্য আমার জন্মভূমি রামগঞ্জ, লক্ষ্মীপুরের মানুষের জীবনমানের উন্নয়ন ও কল্যাণ নিশ্চিত করা। আপনারা জানেন, আমরা স্মার্ট ফাউন্ডেশনের মাধ্যমে দীর্ঘদিন ধরে নিয়মিতভাবে এ সমাজের বিভিন্ন স্তরের মানুষের পাশে দাঁড়িয়ে সবাইকে নিয়ে বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, তা বাস্তবায়নের পথে হাঁটছি। অতীতেও নানা ধরনের স্বাস্থ্যসেবা কর্মসূচি, বিশেষ করে প্রতিবছর তুরষ্ক থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে এসে এ অঞ্চলের শিশুদের জন্য বিনামূল্যে আধুনিক প্রযুক্তির সুন্নতে খৎনার ব্যবস্থা করছি আমরা। এরই ধারাবাহিকতায় আমরা দুই দিনের বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা কর্মসূচি আয়োজন করেছি। সামনের দিনে আরও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি হাতে নিতে চাই আমরা। সবার সহযোগিতায় সবাই মিলে বাংলাদেশ, বিশেষ করে আলোকিত আর সমৃদ্ধ লক্ষ্মীপুর গঠনে সর্বোচ্চ ভূমিকা রাখতে চাই আমরা।”
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত