রাজধানীর উত্তরায় ‘বেপরোয়া’ বাইক চালানোর প্রতিবাদ করায় এক দম্পতির ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে। এই অভিযোগে দুজনকে আটক করার তথ্য দিয়েছেন উত্তরা পশ্চিম থানার ওসি হাফিজুর রহমান।
ওসি বলেন, উত্তরার ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডে সোমবার রাত ৯টার দিকে ‘বেপরোয়া’ চালিয়ে যাওয়া একটি মোটরসাইকেল একটি রিকশাকে ধাক্কা দেয়। রিকশাচালক এর প্রতিবাদ জানান। সেখানে আরেকটি মোটরসাইকেলে থাকা দম্পতিও প্রতিবাদ জানান। এরপর রিকশায় ধাক্কা দেওয়া বাইকের আরোহীরা তাদের হুমকি দেয়। তারা ফোন করে আরও দু-একজনকে ডেকে আনে। এরপর সেখানে তারা অস্ত্রসহ ওই দম্পতির ওপর চড়াও হয়।
প্রত্যক্ষদর্শী স্থানীয় এক বাসিন্দা বলেন, হইচই শুনে তিনি নিচে নামেন। গিয়ে দেখেন, লোকজন দুই তরুণকে মারধর করছেন। পরে শোনেন তারা সড়কে ‘মাস্তানি’ করছিল। রাত ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে ঘটনাটি ঘটে বলে মন্তব্য করেন তিনি।
প্রসঙ্গত, ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানোর একটি ভিডিও গতকাল রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।