মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ সমাবেশ
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:০৫ PM
জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তি ও জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দেয়ার দাবিতে সিরাজগঞ্জে জেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ৩টায় সিরাজগঞ্জ বাজার ষ্টেশন চত্তরে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর মাওলানা শাহিনুর আলম। 

জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ আলী আলম, সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম, শহর জামায়াতের আমীর মাওলানা আব্দুল লতিফ জেলা শ্রমিক কল্যাণ সভাপতি অ্যাডভোকেট সাইদুল ইসলাম, সদর উপজেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট নাজিম উদ্দীন, সলঙ্গা থানা জামায়াতের আমীর রাশেদুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সেক্রেটারি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমীর অধ্যােক মাওলানা শাহজাহান আলী, শহর শিবিরের সভাপতি শামীম রেজা, জেলা ছাত্রশিবির সভাপতি আলহাজ আলী প্রমুখ। 

বিক্ষোভ সমাবেশে বক্তরা বলেন, ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জামায়াত নেতা মাওলানা এটিএম আজহারুল ইসলামকে দীর্ঘদিন যাবত কারাগারে রেখে নির্যাতন করা হচ্ছে। বক্তারা অবিলম্বে মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তি দাবি করেন একইসাথে জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দেয়ার দাবি জানান।  

সমাবেশ শেষে জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দেয়া এবং এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে জামায়াতের বিশাল একটি মিছিল শহর প্রশিক্ষণ করে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত