জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তি, দলটির নিবন্ধন পুনর্বহাল ও দাঁড়িপাল্লা প্রতীক ফিরিয়ে দেওয়ার দাবিতে বগুড়ায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে শহরের পৌর পার্ক থেকে শুরু হওয়া এই মিছিল প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পৌর পার্কে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী।
সমাবেশে আরও বক্তব্য রাখেন বগুড়া জেলা ও শহর জামায়াতের শীর্ষ নেতারা, ইসলামী ছাত্রশিবিরের স্থানীয় নেতৃবৃন্দসহ অন্যান্য সংগঠনের নেতারা।
বক্তারা বলেন, "দীর্ঘদিন ধরে জামায়াতের ওপর দমন-পীড়ন চলছে। দলটির নিবন্ধন বাতিল করা হয়েছে, অথচ ছয় মাস পার হলেও এখনো তা পুনর্বহাল করা হয়নি। একই সঙ্গে এটিএম আজহারুল ইসলামকে মুক্তি না দিয়ে রাজনৈতিক প্রতিহিংসার শিকার করা হচ্ছে।"
বক্তারা সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জামায়াতের ওপর দমন-পীড়ন বন্ধ না করলে দেশব্যাপী আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।