জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে নড়াইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নড়াইল জেলা শাখার উদ্যোগে আজ মঙ্গলবার বিকেলে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি জেলা শহরের পুরাতন বাস টার্মিনাল থেকে শুরু হয়ে চৌরাস্তা প্রদক্ষিণ করে। পরে জেলা জামায়াতের অফিসের সামনে এসে শেষ হয়।
জেলা জামায়াতের আমীর ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আতাউর রহমান বাচ্চুর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সারের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় কমিটির সদস্য ও নড়াইল জেলা জামায়াতের সাবেক আমীর মির্জা আশেকে এলাহী।
এসময় বক্তব্য রাখেন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আলমগীর হুসাইন, সহকারী সেক্রেটারি আইয়ুব হোসেন খান, সদর উপজেলা আমির আব্দুল্লাহ আল আমিন, পৌর আমির জাকির হোসেন ও জেলা ছাত্রশিবিরের সভাপতি এসএম সালাউদ্দিন।
সমাবেশে বক্তারা অবিলম্বে এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবি করেন। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। বক্তারা জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দেওয়ার দাবি জানান।