মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
শিবির সাধারণ শিক্ষার্থীদের নাম কলুষিত করছে: ছাত্রদল সভাপতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:০১ PM
শিবির সাধারণ শিক্ষার্থীদের নাম কলুষিত করছে বলে অভিযোগ করেছে ছাত্রদল। এছাড়া এ নাম ব্যবহার করে শিবির ক্যাম্পাসগুলোতে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার অপতৎপরতায় লিপ্ত রয়েছে বলে বিএনপির ছাত্র সংগঠনটি অভিযোগ করছে।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) পরিস্থিতি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে বুধবার (১৯ ফেব্রুয়ারি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

ছাত্রদল সভাপতি বলেন, “আগে ছাত্রলীগ যেমন সাধারণ শিক্ষার্থীদের নাম ব্যবহার করে তাদের অপকর্মের সাফাই গাইতো তেমনি ৫ আগস্ট পরবর্তী সময়ে গুপ্ত সংগঠন শিবির সাধারণ শিক্ষার্থীদের নাম কলুষিত করছে। এ নাম ব্যবহারের মাধ্যমে ক্যাম্পাসগুলোতে ভিন্ন রূপে অগণতান্ত্রিক ফ্যাসিবাদ প্রতিষ্ঠার অপতৎপরতায় লিপ্ত রয়েছে।

রাকিব বলেন, “ফ্যাসিবাদ ও দখলদারিত্বের সংস্কৃতির ধারক বাহক গুপ্ত নিষিদ্ধ সংগঠন শিবির ও ছাত্রলীগ অবৈধ উপায়ে সাধারণ শিক্ষার্থীদের বেশ ধরে গণতান্ত্রিক ছাত্র রাজনীতি নিষিদ্ধের নাম করে নিজেদের দখলদারিত্ব জারি রাখার জন্য উঠে পড়ে লেগেছে।”

সংবাদ সম্মেলনে কুয়েটে হামলার ঘটনার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেখানকার নেতাদের দায়ী করা হয়।

প্রসঙ্গত, ছাত্ররাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে কুয়েটে ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা–কর্মীদের মধ্যে মঙ্গলবার দফায় দফায় সংঘর্ষ এবং পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুয়েটে ছাত্ররাজনীতির বিরোধিতা করছে।

কুয়েটে ওই হামলার ঘটনার জন্য ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কথিত কিছু শিক্ষার্থী ও শিবিরের সন্ত্রাসী’দের দায়ী করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত