ধামইরহাটে চিরকুটে বিএনপি নেতাদের দায়ী করে কৃষকদলের এক ওয়ার্ড সভাপতির বিষপানে আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহতের স্ত্রী খাদিজার দাবি, বিএনপি ও কৃষকদলের নেতাদের চিরকুটে দায়ী করে বিষপানের পর হাসপাতালে মৃত্যু হয় তার স্বামীর। নিহত মামুনুর রশীদ (৪৫) উপজেলার জাহানপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ভাতকুন্ডু এলাকার মৃত মহির উদ্দীনের ছেলে। তিনি ওই ওয়ার্ডের কৃষক দলের সভাপতি ছিলেন।
মামুনের লিখে যাওয়া বলে তার স্ত্রীর দাবি করা ‘চিরকুটটি অশুদ্ধ ও অস্পষ্ট’ যা যাচাই করা যায়নি। তবে ওই চিরকুটে লেখা রয়েছে, ‘কোথায় বা কাহাকে দিতে হবে, শামিম কথামতো তার হাতে বুঝে দেয়। শামিমের কারণে এই টাকা দেওয়া হয়েছে। এখন আমার মৃত্যু ছাড়া কি উপায় আছে।’
চিরকুটে আরও লেখা আছে, কয়েকজনের নাম ও টাকার পরিমাণ। এ ছাড়া নামের পাশে মোবাইল নাম্বারও দেওয়া আছে। সেখানে ‘উপজেলা কৃষক দলের সভাপতি তরিকুল ইসলাম, পৌর কৃষক দলের সভাপতি আরমান হোসেন রিপন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান ও বাবুল ভাইকে বিভিন্ন সময় ১০ ও ২০ হাজার টাকা করে মোট ৬৫ হাজার টাকা দিয়েছি। হাওলাত বাবদও টাকা নিয়েছে বলে চিরকুটে লেখা আছে।’
এ ছাড়া লেখা আছে পান, সিগারেট এবং চা এর হিসাব করিনি। এবং তারা সকলে দায়ী বলে চিরকুটে লেখা আছে।
স্বামীর মৃত্যুর বিচার চেয়ে স্ত্রী খাদিজা বলেন, ‘গত সোমবার রাত সাড়ে ১১টার সময় বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে (খিরা) ফসলের মাঠে আমার স্বামীকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। গুরুতর অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। কর্তব্যরত চিকিৎসক জয়পুরহাট সদর স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার্ড করেন। শরীরের অবনতি ঘটলে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান, মামুন বিষ পান করায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। বুধবার বেলা ১১টার দিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। আমার স্বামী হত্যার বিচার চাই।’
স্থানীয়রা জানান, বরেন্দ্রর ডিপ টিউবওয়েলের নিয়োগের কথা বলে কে বা কারা ৭০ হাজার টাকা নিয়েছে। গত ১২ তারিখ বরেন্দ্রর নিয়োগ হওয়ার কথা থাকলেও তা না হওয়ার কারণে মন খারাপ ছিল নিহত মামুনের। সম্ভবত এ কারণেই সে বিষপান করেছে। এ বিষয়ে একটি চিরকুট লিখে গেছে সে। চিরকুটের সূত্র ধরে দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান তারা।
আজ বৃহস্পতিবার দুপুরের দিকে জানতে চাইলে চিরকুটে অভিযোগ ওঠা ধামইরহাট উপজেলা কৃষক দলের সভাপতি তরিকুল ইসলাম বলেন, ‘আমার এ বিষয়ে জানা নেই। আমি এলাকায় ছিলাম না। গতকাল এসে বিষয়টি শুনতে পাই। কারা, কি জন্য এসব করছে তা জানা নেই। বিষয়টি সত্য নয়।’