মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
বিএনপি নেতার বিরুদ্ধে হিন্দু পরিবারের বাড়ি দখলের অভিযোগ
যশোর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৫১ PM
অভয়নগরে এক হিন্দু পরিবারের জমিসহ বাড়ি দখল ও নির্যাতনের অভিযোগ উঠেছে। ওই পরিবারের দাবি স্থানীয় বিএনপি নেতার দুই ছেলে গত ১৭ ফেব্রুয়ারি তাদের জমি দখল করে। এ নিয়ে প্রশাসনের দারস্থ হয়ে কোনো প্রতিকার পাননি।

আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার এ অভিযোগ করে।

সংবাদ সম্মেলনে অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌর এলাকার মহিলা কলেজ রোডের বাসিন্দা পিয়াস কর্মকার জানান, তার বাবা পরিমল কান্তি কর্মকার ৩৬ বছর আগে জমিটি ক্রয় করে বাড়ি নির্মাণ করেন। এরপর থেকে পরিবারসহ তারা সেখানে বসবাস করছিলেন। বিএনপি নেতা এফএম আলাউদ্দিন তাদের প্রতিবেশী। ২০০১ সাল থেকে তিনি ক্ষমতা জোরে তাদের ওপর অত্যাচার ও অর্থনৈতিক ক্ষতিসাধন শুরু করে। ২০১৬ সালে বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। ওই ঘটনায় মামলা করলে অত্যাচারের বেড়ে যায়। যে কারণে নিরাপত্তার স্বার্থে ২০১৭ সালে তারা বাড়ি ভাড়া দিয়ে যশোর শহরে চলে যান।

পিয়াস কর্মকার আরও জানান, সবশেষ গত ১৭ ফেব্রুয়ারি এফ এম আলাউদ্দিনের দুই ছেলে সন্ত্রাসী বাহিনী নিয়ে ভাড়াটিয়াদের নামিয়ে দিয়ে জমিসহ বসতবাড়িটি দখল করে নেয়। এরপর সেখানে তালা লাগিয়ে রেখেছে। খবর পেয়ে তারা বাড়িতে গেলে তাদের প্রবেশ করতে বাধা দেয়া হয় এবং তার বাবা পরিমল কান্তি কর্মকারকে (৬৫) নির্মমভাবে পিটিয়ে জখম করে। একইসঙ্গে এ ঘটনায় মামলা না করতে হুমকি দেয়। পরে তাকে যশোর এনে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হয়ে কোনো প্রতিকার মেলেনি। এজন্য বাড়ি দখল ফিরে পেতে ও নির্যাতনের বিচার দাবিতে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

এ বিষয়ে বিএনপি নেতা এফএম আলাউদ্দিন বলেন, ‘পরিমল বিগত সরকারের আমলে স্থানীয় অনেকের নামে মামলা করে হয়রানি করেছিলেন। সেই মামলা মীমাংসার নামে তারা মোটা অংকের টাকা নেয়। এরপর তারা বাড়িটি একটি ডেকোরেটর প্রতিষ্ঠানের কাছে ভাড়া দিয়ে যশোরে চলে যান। এরপর ওই প্রতিষ্ঠানের মালিক বাড়িতে তালা মেরে চলে যায়।’

তিনি আরও বলেন, ‘আমরা সকলে জানি জমি ও বাড়ি পরিমলের। আমরা কেন সেটা দখল করতে যাব। পরমিল গত ১৭ ফেব্রুয়ারি এলাকায় এলে পাওনাদারেরা তাকে মারপিট করে। বরং খবর পেয়ে আমি তাকে উদ্ধার করে যশোরে পাঠিয়েছি। স্থানীয়দের সঙ্গে তার যে সমস্যা আমরা আলোচনার মাধ্যমে সমাধান করে দেব।’
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত