৫ম বিয়ে করায় ক্ষুব্ধ চতুর্থ স্ত্রীর দায়ের কোপে স্বামী নিহত হয়েছে৷ চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকাস্থ ৬নং লেইননের জোড়া খাম্বার পাশে হাজ্বী রফিকের বাসা মর্জিনার মার কলোনীতে এই ঘটনা ঘটে৷ পুলিশ ঘাতক স্ত্রীকে আটক করেছে৷
নিহত আলাউদ্দিন নোয়াখালীর সোনাইমুরী থানার মতি আলম বাজারের মইন উদ্দিনের ছেলে। ঘাতক ৪র্থ স্ত্রী নুর জাহান (২৩) নোয়াখালীর মাইজদী থানার পূর্ব মাইজচর এলাকার মৃত নুরুল ইসলামের মেয়ে৷
থানা পুলিশ সূত্র জানিয়েছে, নিহত আলাউদ্দিন তার ৪র্থ স্ত্রী নুর জাহানকে না জানিয়ে ৫ম বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। উক্ত বিষয়কে কেন্দ্র করে অদ্য গত রাত আনুমানিক ২টার সময় ভিকটিমকে তার স্ত্রী নুর জাহান ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। স্থানীয় লোকজন থানায় সংবাদ দিলে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার বিষয়ে বিস্তারিত অবগত হয়ে অভিযুক্ত নুর জাহানকে হেফাজতে নেয়।
হালিশহর থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান বাংলাদেশ বুলেটিনকে জানান, পুলিশ ভিকটিম আলাউদ্দিনের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। হত্যার কাজে ব্যবহৃত ধারালো দা উদ্ধার করা হয়েছে, একই সাথে আসামী নুর জাহানকে পুলিশি হেফাজতে নিয়েছে৷