মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
রাঙামাটিতে স্বাস্থ্য মন্ত্রনালয়ের যুগ্ম সচিবের মতবিনিময় সভা
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:০৮ PM
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সরকারি স্বাস্থ্য অধিশাখার যুগ্ম সচিব ড. মুস্তাফিজুর রহমান বলেছেন, স্বাস্থ্য সেবা মানুষের মৌলিক অধিকার, কিন্তু আমাদের নানা সীমাবদ্ধতার কারনে জনগণ সেই অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।

পাহাড়ের চিকিৎসা সেবা সবচেয়ে কষ্টসাধ্য এখানে ভালো হাসপাতাল যন্ত্রপাতি, নার্স, চিকিৎসক নানা সংকট রয়েছে, এছাড়া দুর্গম এলাকায় থাকার পরিবেশ না থাকায় চিকিৎসকারা থাকতে চায় না, বর্তমান সরকার পাহাড়ে চিকিৎসার মান উন্নয়নে নানা পদক্ষেপ নিচ্ছে।

ড. মুস্তাফিজুর রহমান রাঙামাটিতে জেনারেল হাসপাতাল পরিদর্শন, মনিটারিং ও অংশীজনদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

রাঙামাটি সিভিল সাজন নুয়েন খীসার সভাপতিত্বে সকালে মতবিনিময় সভায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ সচিব ড: মঞ্জুরুল আলমসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়াও মতবিনিময়কালে  তত্ত্বাবধায়ক ডা: নূয়েন খীসা মহোদয় হাসপাতালের নানান সীমাবদ্ধতা, জনবল সংকট, সকল ভর্তি রোগীদের খাবার সরবরাহে করণীয়, সীমানা প্রাচীর নির্মাণ সহ অতি জরুরী বিষয় পরিদর্শন টিমের নিকট তুলে ধরেন। এছাড়াও  আগত টিম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রদের সাথে দেখা করেন।

অন্যদিকে সভায় রাঙামাটি বিভিন্ন উপজেলার চিকিৎসকরা তাদের সমস্যার কথা তুলে ধরেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত