কক্সবাজার বিমানবাহিনী ঘাঁটিতে অতর্কিত হামলা চালিয়েছে স্থানীয় দুর্বৃত্তরা। বিমানবাহিনী ঘাঁটিসংলগ্ন সমিতিপাড়ার বেশ কয়েকজন দুর্বৃত্ত এই হামলা চালায়।
এ সময় গুলিতে একজন নিহত ও অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন। সোমবার (২৪ ফেব্রুয়ারি) কক্সবাজার শহরের বিমানবাহিনী ঘাঁটিসংলগ্ন ১ নম্বর ওয়ার্ড সমিতিপাড়ায় এ ঘটনা ঘটে।
গুলিতে নিহত ব্যক্তির নাম শিহাব কবির নাহিদ (৩০)। তিনি কক্সবাজার পিটিআইয়ের সাবেক সুপারিনটেনডেন্ট নাসির উদ্দীন ও কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান আমেনা বেগম দম্পতির একমাত্র সন্তান। নিহত নাহিদ পেশায় ব্যবসায়ী ও বিএনপির স্থানীয় নেতা বলে জানা গেছে। আহতদের মধ্যে গুলিবিদ্ধ শাহাদাতসহ (৩৮) পাঁচজনকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুলিতে নিহত শিহাব কবির নাহিদ
সমিতি পাড়ার বাসিন্দা মুজাহিদুল ইসলাম বলেন, সোমবার দুপুরে বিমানবন্দর সম্প্রসারণে ভূমি অধিগ্রহণের জন্য এলাকাবাসীকে অন্যত্রে সরিয়ে নিতে জেলা প্রশাসন কার্যালয়ে বিমান বাহিনী সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং এলাকাবাসীর প্রতিনিধিদের সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠক ছিল। এ লক্ষ্যে দুপুর ১২ টার দিকে সমিতি পাড়ার বাসিন্দা মো. জাহিদসহ আরও কয়েকজন ইজিবাইক যোগে জেলা প্রশাসন কার্যালয়ে যাচ্ছিলেন। তাদের বহনকারী ইজিবাইকটি ডায়াবেটিক পয়েন্ট এলাকাস্থ বিমান বাহিনীর চেকপোস্টে পৌঁছালে থামানো হয়।
এ সময় বিমান বাহিনীর সদস্যরা জাহিদকে গাড়ি থেকে নামিয়ে নেয়, এবং বাগবিতণ্ডা শুরু হয়। পরে তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলে খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে জড়ো হয়। এরপর জাহেদের আত্মীয়স্বজন ঘটনাস্থলে পৌঁছে বিমানবাহিনীর নির্মাণাধীন ঘাঁটি ও সদস্যদের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করে।
থেমে থেমে আধা ঘণ্টা ধরে চলা ওই পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। তাতে গুলিবিদ্ধ হন শিহাব কবির নাহিদ। স্থানীয় লোকজন শিহাবকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শিহাবের বাবা নাছির উদ্দিন কক্সবাজার পিটিআই-এর সাবেক সুপার। মা আমেনা খাতুন কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ থেকে কয়েক বছর আগে অবসর গ্রহণ করেন।
গুলিতে ছেলের মৃত্যু হয়েছে দাবি করে আমেনা খাতুন বলেন, ইটপাটকেল নিক্ষেপের সময় ছেলে (শিহাব) ঘরের দরজায় দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ একটি গুলি মাথায় এসে লাগে। গুলিতে মাথার খুলি উপড়ে পড়ে-মগজ বেরিয়ে আসে।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সাবোক্তগীন মাহমুদ বলেন, দুপুরে হাসপাতালে আনার কয়েক মিনিটের মধ্যে শিহাবের মৃত্যু হয়েছে। আঘাতে তার মাথার পেছনের অংশ (খুলি) উড়ে গেছে।