রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
রবিবার ২০ এপ্রিল ২০২৫
কালীগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৫৭ PM
গাজীপুরের কালীগঞ্জে স্বর্ণ ব্যবসায়ী প্রদীপ কর্মকারের (৬৫) বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা নগদ টাকা, স্বর্ণালংকার এবং মূল্যবান মালামাল লুটে নেয়। স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিলে এলাকাবাসী ডাকাত দলকে ধাওয়া করে। 

সোমবার (২৪ ফেব্রুয়ারি) ভোররাতে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের দেওতলা গ্রামের প্রদীপ রায় কর্মকারের বাড়িতে এ ঘটনা ঘটে।

ডাকাতির শিকার প্রদীপ রায় কর্মকার জানান, রাত ৩ টার দিকে বাঁশ দিয়ে মই তৈরি করে ৪-৫ জনের মুখোশ পরিহিত একদল ডাকাত দোতলার বারান্দায় উঠে। পরে দরজার লক ভেঙ্গে ঘরে প্রবেশ করে প্রদীপ কর্মকার ও তার স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে। ডাকাতেরা ঘরে থাকা শোকেজের ড্রয়ার থেকে সাত ভরি স্বর্ণালংকার, মুঠোফোন, গোপাল মূর্তি এবং নগদ ২০ হাজার টাকাসহ মূল্যবান মালামাল লুটে নেয়।

পরে ঘরে থাকা গৃহকর্তার ছেলে লিংকল রায় এবং তার স্ত্রী টের পেয়ে ফোন করে আশপাশের স্বজনদের জানায়। ওই স্বজনেরা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসীকে একত্রিত হতে বলে। ডাকাতেরা এলাকাবাসীর উপস্থিতির বিষয়টি টের পেয়ে লুণ্ঠিত মালামাল নিয়ে পিকআপ ভ্যানে করে জয়দেবপুর-ইটাখোলা সড়ক হয়ে চরসিন্দুরের দিকে পালিয়ে যায়।

কালীগঞ্জে থানার ভারপপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন বলেন, দরজার লক ভেঙ্গে ঘরে প্রবেশ করে দুর্বৃত্তরা। পুলিশ ঘটনাস্থল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এটি ডাকাতি নাকি লুটতরাজ সেটা তদন্তের জন্য নিশ্চিত হওয়া যাবে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত