ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) আওতাধীন পরিবাগ এলাকায় গত ২৩ জানুয়ারি ফিডারের সক্ষমতা বৃদ্ধির কাজ চলাকালে মই থেকে পড়ে নিহত বিদ্যুৎকর্মীর পরিবারকে ৫ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) ডিপিডিসির পাবলিক রিলেশন্সের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. শামীমুল হকের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
চেক হস্তান্তরকালে উপদেষ্টা ভবিষ্যতে কাজের ক্ষেত্রে আরও বেশি সতর্কতা অবলম্বন করার নির্দেশনা প্রদান করেন এবং ক্ষতিগ্রস্থ পরিবারের বিষয়ে খোঁজ-খবর নেন।
ঠিকাদারি প্রতিষ্ঠান জেভি অব সিএনটিআইসি অ্যান্ড এসপিটিটিসি, চীন-এর লাইনম্যান মো. জাহিদুল ইসলাম মই থেকে পড়ে গিয়ে আহত হন এবং হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত জাহিদুল ইসলামের পরিবারের পুনর্বাসনের জন্য তার বাবা এবং স্ত্রীকে আড়াই লাখ টাকার দুইটি পৃথক পে অর্ডারে মোট ৫ লাখ টাকা প্রদান করা হয়।