রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
রবিবার ২০ এপ্রিল ২০২৫
বাসে ধর্ষণের ঘটনাকে ‘শ্লীলতাহানি’ বলাটা নারীর প্রতি বিদ্রুপ করা: রিজভী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৪৫ PM
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা একজন ভালো মানুষ; কিন্তু কাজের দক্ষতা দেখাতে পারছেন না। জনগণের নিরাপত্তা নিশ্চিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কার্যকর পদক্ষেপ নিতে পারছে না। সাংস্কৃতিক নানা কর্মসূচিতেও পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে বাধা দেওয়া হচ্ছে।

আজ বুধবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ‘আমরা বিএনপি পরিবার’ এর পক্ষ থেকে দুরারোগ্য ব্যাধি ক্যানসার আক্রান্ত দুই ব্যক্তির চিকিৎসা সহায়তা দেওয়া কর্মসূচিতে তিনি এমন মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা, সেটা এখনো সেভাবে পূরণ হয়নি। হ্যাঁ আমরা হয়তো নিঃশ্বাস নিতে পারছি, কিছুটা নির্ভয়ে কাটাচ্ছি, রাষ্ট্রের পক্ষ থেকে পুলিশ হয়তো ধরবে না; কিন্তু রাস্তা-ঘাটে, পাড়া-মহল্লায় সন্ত্রাসীদের যে উৎপাত, বনশ্রীতে একজন ব্যবসায়ীকে গুলি করে সোনা লুট করে নিয়ে যাওয়া হয়েছে এটাও মানুষ প্রত্যাশা করেনি। শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে সামাজিক-সাংস্কৃতিক স্বস্তি ফিরে আসবে এইটাই মানুষের প্রত্যাশা। কেবল একটি গোষ্ঠী স্বস্তিতে থাকবে সেটা তো হয় না।

উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সারা দেশের মানুষ যারা ১৬ বছর নৈরাজ্যের মধ্য দিয়ে গেছে, সন্তান, স্ত্রী ফেরত আসবে কি না, মেয়ে স্কুলে গিয়ে ফেরত আসবে কি না, এই অনিশ্চয়তার মধ্যে কেটেছে। কিন্তু এখনও যদি বাস ডাকাতি করে নারী ধর্ষণ হয়, নারী ধর্ষণের তিন দিন পর পুলিশ মামলা নেয়, বলে এটা ঠিক ধর্ষণ নয় শ্লীলতাহানি, এটা একজন নারীর প্রতি বিদ্রুপ করা। এটা আমরা প্রত্যাশা করি না।

স্বরাষ্ট্র উপদেষ্টার প্রসঙ্গে রিজভী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী যথাসময়ে দায়িত্ব পালন করছেন কি না তাকে এটা নিশ্চিত করতে হবে। পুলিশ ঠিকমতো কাজ না করলে সেটি দেখার দায়িত্ব স্বরাষ্ট্র উপদেষ্টার। বিভিন্ন পাড়া-মহল্লায় গডফাদার তৈরি হয়েছে। এগুলো থামাতে হবে। 

বসন্ত বরণে বাধা, মাজারে হামলাসহ সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা দেওয়ার নিন্দা ও উদ্বেগ জানিয়ে রিজভী বলেন, কখনই একমুখী দেশ হতে পারে না। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত