সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
স্বামীকে হত্যার ভয় দেখিয়ে কলেজছাত্রী স্ত্রীকে সংঘবদ্ধ ধ'র্ষণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:০৪ PM আপডেট: ২৭.০২.২০২৫ ২:৪৬ AM
নারায়ণগঞ্জের ফতুল্লায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। স্বামীকে নির্যাতনের ভিডিও দেখিয়ে স্ত্রীকে ধর্ষণ করার অভিযোগে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে ফতুল্লা মডেল থানায় ধর্ষিতা নিজেই বাদী হয়ে দুজনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।

মামলায় উল্লেখ করা হয়, গত ১০ জানুয়ারি প্রেম ভালোবাসার সম্পর্কে তরুণ তরুণী বিয়ে করেন। এতে অভিভাবকরা মেনে না নেয়ায় তরুণী একাই ফতুল্লার পূর্ব লামাপাড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকেন এবং তার স্বামী একই এলাকার আরেকটি বাসায় ভাড়া থাকেন।

গত ১৮ ফেব্রুয়ারি রাত সাড়ে ১২টায় তরুণীর সাথে তার স্বামী দেখা করতে যাওয়ার পথে পূর্ব লামাপাড়া এলাকার মনিরের ছেলে নাজমুল ও তার বন্ধু রনি দলবল নিয়ে তাকে আটক করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এরপর গলায় ছুরি ধরে নির্যাতনের ভিডিও করেন। সেই ভিডিও তরুণীকে দেখিয়ে নাজমুল ও রনি পর্যায়ক্রমে ধর্ষণ করে। এরপর তাদের স্বামী স্ত্রীর কাছ থেকে দুটি মোবাইল ও সাথে থাকা নগদ টাকা নিয়ে তারা পালিয়ে যায়। 

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, তাৎক্ষনিক বিষয়টি থানায় জানানো হয়নি। এজন্য ধর্ষকরা সুযোগ পেয়ে পালিয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত