রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
রবিবার ২০ এপ্রিল ২০২৫
ছাত্রদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ আজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:১২ PM আপডেট: ২৭.০২.২০২৫ ১১:৫৬ PM
দেশে ব্যতিক্রমী নতুন রাজনৈতিক বন্দোবস্তের আশা জাগিয়ে আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে ছাত্রজনতার নতুন রাজনৈতিক দলের। 

আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদের সামনে বড় জমায়েতের মাধ্যমে বহুল কাঙ্ক্ষিত এ রাজনৈতিক শক্তির আত্মপ্রকাশ ঘটবে। 

দল গঠনকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। আনুষ্ঠানিক ঘোষণার আগে চূড়ান্ত করা হয়েছে দলের নাম ও কেন্দ্রীয় কমিটি। তবে কেন্দ্রীয় কমিটির শীর্ষ দুই পদ ছাড়া বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে নারীরা আসছেন বলে জানা গেছে।

দেশের পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর অতীতের অনিয়ম, দুর্নীতি, লুটপাট, আইনের অপপ্রয়োগ, বিচারহীনতা, নির্বাচন ব্যবস্থার ক্ষতিসাধন, সংবিধান সংশোধনের নামে কাটাছেঁড়া ইত্যাদির মতো গণবিরোধী কর্মকাণ্ড ভবিষ্যতে যেন ঘটতে না পারে, সে বিষয়কে অগ্রাধিকার দিয়ে সরকার দেশের উল্লেখযোগ্য সেক্টরগুলোতে সংস্কারে হাত দিয়েছে। এজন্য শিক্ষার্থীরাও বিগত সময়ের প্রেক্ষাপট বিবেচনায় নতুনভাবে দেশ গঠনের লক্ষ্যে রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছে। তারপর থেকে ছাত্র নেতারা ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ নামে একটি ক্যাম্প চালিয়ে যাচ্ছে। এতে প্রায় সাড়ে ৩ লাখ মানুষ যুক্ত হয়েছেন। অনেকে অনেক নাম দিচ্ছেন। সেখান থেকেই দলের নাম চূড়ান্ত করা হয়েছে।

ইতোমধ্যে উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি নতুন দলের আহ্বায়ক হচ্ছেন। নতুন দলে সদস্য সচিব পদ নিয়ে  আলোচনা থাকলেও শেষমেশ এই পদে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেনের নাম এগিয়ে আছে। এছাড়া যুগ্ম আহ্বায়ক পদে নাসীর উদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক সারজিস আলম, মুখপাত্র হিসেবে হাসনাত আবদুল্লাহসহ শীর্ষ পদে চমক দেখাতে যাচ্ছে ছাত্র নেতারা। 

জানা গেছে, জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ে নতুন রাজনৈতিক দল গঠিত হচ্ছে। নতুন দলে দুই কমিটির বাহিরে অনেকে স্থান পাচ্ছেন। নতুন রাজনৈতিক দলে ১৫১ সদস্য হতে পারে। কোর-কমিটি হতে পারে ২৪ জনের। ঢাকা বিশ্ববিদ্যালয় ও বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ সারা দেশ থেকে নেতৃত্ব নিয়ে গঠিত হচ্ছে নতুন রাজনৈতিক দলটি। এই দলে ডাক্তার, ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন সেক্টরের জনপ্রিয়রা স্থান পাচ্ছেন বলে জানা গেছে।

নতুন দলে শীর্ষ দুই পদ ব্যতীত অন্যান্য পদে উল্লেখযোগ্য সংখ্যায় নারী নেতৃত্ব থাকছেন। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছাড়াও সেলিব্রেটি নারীরাও নতুন কমিটিতে স্থান পাচ্ছেন। তার মধ্যে নুসরাত তাবাসসুম, সামান্তা শারমিন, ডা. তাসনিম জারাসহ আরও অনেকেই থাকছেন। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত