শনিবার ১৯ এপ্রিল ২০২৫ ৬ বৈশাখ ১৪৩২
শনিবার ১৯ এপ্রিল ২০২৫
অস্কারে উপস্থাপক হিসেবে একঝাঁক তারকার নাম ঘোষণা
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:২৪ PM
৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের সময় এগিয়ে আসছে। এর সঙ্গে সঙ্গে আসছে নতুন নতুন ঘোষণা। এবার উপস্থাপকদের তালিকায় নতুন তারকাদের নাম ঘোষণা করা হয়েছে। এই তালিকায় যুক্ত হয়েছেন ডেভ বাউটিস্তা, হ্যারিসন ফোর্ড, গ্যাল গ্যাডটের মতো তারকাদের নাম।

আরও আছেন অ্যান্ড্রু গারফিল্ড, স্যামুয়েল এল. জ্যাকসন, মার্গারেট কোয়াললি, আলবা রোয়ারওয়াচার, জোয়ে স্যালডানা এবং রেচেল জেগলার। অনুষ্ঠানের মূল সঞ্চালক কোনান ও'ব্রায়ান। তার পাশাপাশি এইসব তারকারাও উপস্থাপক হিসেবে হাজির হবেন। ঘোষণা করবেন বিভিন্ন বিভাগের বিজয়ীদের নাম।

এ ঘোষণাটি করেছেন অস্কার কমিটির এক্সিকিউটিভ প্রডিউসার এবং শো রানার রাজ কাপুর এবং এক্সিকিউটিভ প্রডিউসার কিটি মুলান।

আগামী ২ মার্চ রবিবার রাত ৭টা সরাসরি সম্প্রচারিত হবে অস্কার প্রদান অনুষ্ঠান। লাল গালিচার আনুষ্ঠানিকতা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।

এর আগে ঘোষণা করা হয়েছিল, অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জো আলউইন, হ্যালি বেরি, স্টারলিং কে. ব্রাউন, পেনেলোপ ক্রুজ, উইলেম ড্যাফো, আনা দে আর্মাস, লিলি-রোজ ডিপ, রবার্ট ডাউনি জুনিয়র, এল ফ্যানিং, উহপি গোল্ডবার্গ, সেলেনা গোমেজ, গোল্ডি হান, স্কারলেট জোহানসন, জন লিথগো, সিলিয়ান মারফি, কনির নিলসেন, এ্যামি পোহলার, ডা’ভাইন জয় রেনডলফ, জুন স্কুইব, বেন স্টিলার, এমা স্টোন, অপরা উইনফ্রে এবং বাওয়েন ইয়াং। শো এর তারকাদের তালিকা আরও বড় হবে। শিগগিরই তাদের নামও প্রকাশিত হবে।

৯৭তম অস্কার অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত