নতুন ছাত্র সংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের’ কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করেছে সংগঠনটি। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করেন সংগঠনটির আহ্বায়ক আবু বাকের মজুমদার। এসময় তিনি গতকাল (বুধবার) সংঘর্ষের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত আখ্যা দিয়ে তার জন্য দুঃখ প্রকাশ করেন।
২০৫ জনের পূর্ণাঙ্গ কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বায়ক আবু বাকের মজুমদার, সদস্য সচিব হিসেবে আছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দফতর সম্পাদক জাহিদ আহসান, মুখ্য সংগঠক তাহমিদ আল মুদাসসির, মুখপাত্র আশরেফা খাতুন, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক তৌহিদ মোহাম্মদ সিয়াম, নুরুল গণি সগীর, জুবায়ের হোসেনসহ কমিটিতে রয়েছে, পাবলিক, বেসরকারি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
তবে গতকাল আত্মপ্রকাশের সময় কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে রিফাত রশিদের নাম থাকলেও তিনি স্বেচ্ছায় কমিটি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন বলে জানিয়েছেন আহ্বায়ক আবু বাকের মজুমদার।
কমিটি ঘোষণার আগে গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবু বাকের মজুমদার বলেন, নতুন বাংলাদেশে ছাত্র সংগঠন কেমন হতে পারে সে বিষয়ে আমরা শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছি। শিক্ষার্থীরা এখন আর লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি চায় না। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের সংগঠন কোনও সময় লেজুড়বৃত্তি করবে না। গণতান্ত্রিক উপায়ে এই ছাত্র সংগঠনের নেতৃত্ব নির্বাচন করা হবে। পাশাপাশি এই সংগঠনের জন্য ছাত্রদের একটা নির্দিষ্ট বয়সসীমা থাকবে।
কেন্দ্রীয় কমিটিতে সর্বোচ্চ বয়সসীমা থাকবে ২৮ বছর। বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির পর সর্বোচ্চ ৭ বছরের মধ্যে নেতৃত্বে আসতে পারবে।
তিনি বলেন, গতকাল ছাত্র সংগঠনের আত্মপ্রকাশের সময় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে আমরা তার জন্য দুঃখিত। আমরা চাই না আর কোথাও এ ধরনের ঘটনা ঘটুক। আমরা সমস্যাটি সমাধানের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি। একটি গ্রুপ এসে ঝামেলা করেছে। আমরা এই সমস্যার কারণে কাল পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে পারিনি।
তিনি আরও বলেন, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, জুলাইয়ের যে স্পিরিট, যে কারণে ছাত্র-জনতা জীবন দিয়েছে তাদের স্বপ্ন বা ইচ্ছা পূরণের জন্য এই সংগঠন কাজ করে যাবে। আমরা ইচ্ছা করলেই সবাইকে এই সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে যুক্ত করবো না। আপনারা অনুগ্রহ করে বিভিন্ন ইউনিটে যোগ দিন।