রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
রবিবার ২০ এপ্রিল ২০২৫
রো‌হিঙ্গা সমস্যার সমাধান মিয়ানমারে: ফিলিপ্পো গ্রান্ডি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:০৭ PM
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে ইউএনএইচসিআরের হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি, ছবি: সংগৃহীত

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে ইউএনএইচসিআরের হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি, ছবি: সংগৃহীত

জাতিসংঘের শরণার্থীবিষয়ক (ইউএনএইচসিআর) হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি বলেছেন, রো‌হিঙ্গা সমস্যার সমাধান মিয়ানমারে। সেখানকার প‌রি‌স্থি‌তি খুবই জ‌টিল, সেখানে নানা ধরনের সংঘাত চলছে। কিন্তু আমাদের অবশ্যই একটি সমাধানের জন্য জোর দিতে হবে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে রোহিঙ্গা সমস্যা নিয়ে জাতিসংঘ শরণার্থী সংস্থার প্রধান ফিলিপো গ্র্যান্ডির সঙ্গে আলোচনা করেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বৈঠকের পর ফিলিপো গ্র্যান্ডি বলেন, ‘আমরা রোহিঙ্গা উদ্বাস্তুদের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি। কীভাবে এই জটিল পরিস্থিতি সামলানো যায়, তা নিয়ে আমাদের মাঝে আলোচনা হয়েছে। চ্যালেঞ্জ সত্ত্বেও রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য আমি বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছি।’

তিনি বলেন, ‘মিয়ানমার পরিস্থিতি খুবই জটিল। একটি সংঘাত চলছে, আসলে অনেক সংঘাত চলছে। কিন্তু আমাদের অবশ্যই একটি সমাধানের জন্য জোর দিতে হবে। (বাংলাদেশ) সরকার আগামী কয়েক মাসের মধ্যে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে সম্মেলন আয়োজনের প্রস্তাব দিয়েছে। আমরা সেই সম্মেলনে সমর্থন দেবো।’

 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত