নীলফামারী ও পঞ্চগড় ব্যাটালিয়নের অভিযানে বিভিন্ন সময়ে উদ্ধার হওয়া দুই কোটি এক লাখ ১১ হাজার ৮৫০ টাকার মাদক ধ্বংস করেছে বিজিবি।
বৃহস্পতিবার দুপুরে নীলফামারী ব্যাটেলিয়ান (৫৬ বিজিবি) প্রশিক্ষণ মাঠে অভিযানে বিভিন্ন সময়ে উদ্ধার হওয়া এসব মাদক দ্রব্য ধ্বংস করা হয়।
ধ্বংস হওয়া মাদকের মধ্যে রয়েছে ৪৯৯৩ বোতল ফেনসিডিল, ৪১৯৮ বোতল মদ, ২৭০ ক্যান বিয়ার,১কেজি ১১২ গ্রাম হেরোইন, ১ কেজি ৬৯ গ্রাম কোকেন, ১৩০ কেজি গাজা, ৭৪১ পিচ নেশা জাতীয় ইনজেকশন, ১৪৮ পিচ নেশা জাতীয় ট্যাবলেট, ৩৮৭০ পিচ ইয়াবা, ৭১১২ পিচ নিষিদ্ধ ট্যাবলেট।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবি সদর দপ্তর রংপুর রিজয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন ঠাকুরগাঁও এর সেক্টর কমান্ডার কর্নেল গোলাম রব্বানী, নীলফামারীর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইসলাম,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল মামুন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মহসিন।
নীলফামারী ব্যাটালিয়নের অধিনায়ক (৫৬ বিজিবি)লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা জানান, পঞ্চগড় ব্যাটেলিয়নের ২০২২সালের সালের ১ জুলাই থেকে ২০২৫ সালের ৩১ জানুয়ারি অভিযানে এবং নীলফামারী ব্যাটেলিয়নের ২০১৫ সালের ১৫ অক্টোবর থেকে ২০২৫ সালের ৩১ জানুয়ারি অভিযানকালে এসব মাদক উদ্ধার করা হয়।