পিরোজপুরের মঠবাড়িয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মঠবাড়িয়া উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার বিকেলে পৌরশহরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মাহে রমজানের পবিত্রতা রক্ষা, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ, সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজাহারুল ইসলামের মুক্তি , জামায়াতের নিবন্ধন ও দাড়ি পাল্লা প্রতিক ফিরে পাওয়ার দাবিতে এই সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শরীফ মোঃ আব্দুল জলিল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, মাওলানা আফজাল হোসাইন উপজেলা সেক্রেটারী, আবুল কালাম আজাদ উপজেলা, রাজনৈতিক সেক্রেটারী, আঃ মালেক মীর পৌর আমীর, অধ্যাপক মোস্তফা জামান আশরাফুল উলুম ফাজিল মাদ্রাসা, শহীদুল ইসলাম সভাপতি টিকিকাটা ইউনিয়ন, আবুল কালাম আজাদ সভাপতি মঠবাড়িয়া সদর ইউনিয়ন, আব্দুর রব সভাপতি সাপলেজা ইউনিয়ন, রাকিবুল ইসলাম সভাপতি ইসলামী ছাত্রশিবির মঠবাড়িয়া পৌরসভাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।