বগুড়ার সদরের সাবগ্রাম মধ্যপাড়ায় মধ্যরাতে এক নারীর বাড়িতে ঢুকে সাবেক স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে রুবেল হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১ মার্চ) ভোরে ছকিনা বেগম (৩৫) এবং কিছুক্ষণ পর তার মা আনোয়ারা বেগম (৫৮) মারা যান।
নিহত আনোয়ারা বেগম সাবগ্রাম মধ্যপাড়ার মৃত নয়া মণ্ডলের স্ত্রী, আর ছকিনা বেগম ছিলেন একই উপজেলার আকাশতারা এলাকার রুবেল হোসেনের সাবেক স্ত্রী।
স্বজনদের অভিযোগ, বিয়ের সাত বছর পর পারিবারিক কলহের জেরে প্রায় এক মাস আগে ছকিনা ও রুবেলের বিবাহবিচ্ছেদ হয়। শুক্রবার রাতে রুবেল তার প্রাক্তন স্ত্রীর বাড়িতে গেলে দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়, যা পরবর্তীতে ভয়াবহ রূপ নেয়।
এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে এবং অভিযুক্ত রুবেল হোসেনকে ধরতে অভিযান চালাচ্ছে।