রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
রবিবার ২০ এপ্রিল ২০২৫
গাজীপুরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ মার্চ, ২০২৫, ৬:৫৭ PM
জয়দেবপুর থানাধীন সিংড়াতলী এলাকায় গজারি বনের ভেতর রানা মিয়া ওরফে ইয়াসিন (৩২) নামে এক অটোরিকশা চালককে হত্যা করা হয়েছে। 

আজ শনিবার (১ মার্চ) পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। নিহত রানা মিয়া ওরফে ইয়াসিন কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার পশ্চিম কান্দাপাড়া এলাকার ওসমান গনির ছেলে (৩২)।

জয়দেবপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তাজুল ইসলাম জানান, গাজীপুর সদর উপজেলার শিরিরচালা এলাকায় বাসা ভাড়া থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন ইয়াসিন। শুক্রবার সকালে তিনি অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হন। পরে রাত ৯টার দিকে তার পরিবারের লোকজন তাকে মোবাইলে ফোন করে কোনো সন্ধান পায়নি। পরে তারা থানায় বিষয়টি জানান। 

একপর্যায়ে শনিবার সকালে সিংড়াতলী এলাকায় গজারি বনের ভেতর ইয়াসিনের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেন। খবর পেয়ে সকালে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। 

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে ইয়াসিনকে হত্যার পর তার অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে অটোরিকশাটি শ্রীপুর থেকে উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত