প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, এবারের রমজানে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম গত বছরের রমজানের তুলনায় সহনীয় পর্যায়ে রয়েছে। তিনি আরও জানান, সরকার রমজানের পুরো মাস জুড়ে খাদ্যপণ্যের দাম সহনীয় রাখতে সর্বোচ্চ চেষ্টা করবে।
আজ শনিবার (১ মার্চ) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
নিত্যপণ্যের দাম প্রসঙ্গে প্রেস সচিব বলেন, গত রমজান মাসের তুলনায় এই রমজানে বেশিরভাগ পণ্যের দাম সহনীয় পর্যায়ে এসেছে, দাম কমেছে। এই যে সহনীয় পর্যায়ে আসা এটা আমাদের পুরো রমজানে ফোকাস থাকবে যে দামটিকে কীভাবে সহনীয় পর্যায়ে রাখা যায়। রোজার সময় কিছু কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যের গ্রহণের মাত্রা বেড়ে যায়, বিশেষ করে ভোজ্যতেলের ক্ষেত্রে আমরা দেখেছি।
ছোলা, খেজুরের ক্ষেত্রেও আমরা দেখেছি প্রতিটি পণ্যের ক্ষেত্রে সরকারের ফোকাস হচ্ছে কীভাবে সহনীয় পর্যায়ে রাখা যায়। এটার জন্য প্রতিনিয়ত কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়, এনবিআর, বাংলাদেশ ব্যাংক, ট্যারিফ কমিশন। সবার সম্মিলিত প্রয়াসে আজকে আমরা বলতে পারি যে অনেক পণ্যের দাম সহনীয় পর্যায়ে এসেছে।
তিনি বলেন, কিছু কিছু জিনিস যেমন ভোজ্যতেলের সরবরাহ বাড়াতে কাজ করা হচ্ছে। আমরা প্রতিদিন মনিটর করছি কত টন তেল আমদানি হচ্ছে, তাতে আমরা মনে করছি যে সরবরাহ পরিস্থিতি সামনে আরো ভালো হবে।
প্রেস সচিব বলেন, সয়াবিন তেলের সরবরাহ পরিস্থিতি আমরা প্রতিনিয়ত মনিটরিং করছি। আমরা আশা করছি এটা, আপনারা ইতোমধ্যে দেখেছেন যে খোলা সয়াবিন তেলের দাম একটু কমা শুরু হয়েছে এবং আমরা আশা করছি সামনে সরবরাহ পরিস্থিতি আরও ভালো হলে দাম আরেকটু ভালো জায়গায় যাবে। বোতলজাত সয়াবিন তেলের কথা আমরা দেখেছি যে কেউ কেউ বলেছে যে বাজার থেকে উধাও হয়ে গেছে। আমাদের সর্বোচ্চ চেষ্টা আছে যে সরবরাহ যাতে ঠিক পর্যায়ে আসে, সবার জন্য যেন পর্যাপ্ত সরবরাহ থাকে।