রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
রবিবার ২০ এপ্রিল ২০২৫
জনগণের বিরুদ্ধে সংঘটিত সব নির্যাতনের নথিভুক্তকরণ জরুরি: প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২ মার্চ, ২০২৫, ৫:৩২ PM
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের জনগণের বিরুদ্ধে সংঘটিত সব নির্যাতনের তথ্য যথাযথভাবে নথিভুক্তকরণ জরুরি। তিনি বলেন, যদি এ প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন না হয় তাহলে সত্য জানা এবং বিচার নিশ্চিত করা কঠিন হয়ে যাবে।

রোববার (২ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুইন লুইস ও জাতিসংঘ আবাসিক সমন্বয়কের কার্যালয়ের জ্যেষ্ঠ মানবাধিকার উপদেষ্টা হুমা খান তার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে সংঘটিত সব নির্যাতনের ঘটনার (শাপলা চত্বরে আন্দোলনকারীদের ওপর দমন-পীড়ন, দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়ের পর বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশের সহিংসতা এবং বছরের পর বছর ধরে সংঘটিত বিচারবহির্ভূত হত্যাকাণ্ড) সঠিক নথিভুক্তকরণের ওপর গুরুত্বারোপ করেন।

সাক্ষাৎকালে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুইন লুইস বলেন, জাতিসংঘ এ নথিভুক্তকরণ প্রক্রিয়ায় কারিগরি সহায়তা দিতে এবং এ সংক্রান্ত দক্ষতা বৃদ্ধিতে বাংলাদেশের জনগণকে সাহায্য করতে প্রস্তুত। এটি সুস্থতার এবং সত্য প্রতিষ্ঠার একটি প্রক্রিয়া।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত