বাংলাদেশ কোস্ট গার্ডের সক্ষমতা বৃদ্ধি ও পেশাদারিত্ব উন্নয়নের লক্ষ্যে শুরু হয়েছে ‘ইনভেস্টিগেটিভ ইন্টারভিউ কোর্স’। অস্ট্রেলিয়ান হাই কমিশনের সহযোগিতায় আয়োজিত এই প্রশিক্ষণে অংশ নেন কোস্ট গার্ডসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।
রোববার (২ মার্চ) সকালে রাজধানীর হোটেল ওয়েস্টিনে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মো. জিয়াউল হক।
প্রশিক্ষণে বাংলাদেশ কোস্ট গার্ড, ইমিগ্রেশন পুলিশ এবং বাংলাদেশ কাস্টমসের মোট ১২ জন কর্মকর্তা অংশ নেন।
বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক জিয়াউল হক বলেন, যথাযথ তদন্তের ভিত্তিতে সঠিক তথ্য উপস্থাপনের ক্ষেত্রে প্রশিক্ষণটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জাতীয় পতাকা উত্তোলন দিবস রোববারজাতীয় পতাকা উত্তোলন দিবস রোববার কোস্ট গার্ড সদস্যদের পেশাদারিত্ব উন্নয়নের ক্ষেত্রে আগামীতে এ ধরনের কর্মশালা আরো বাড়ানো হবে বলেও জানান তিনি।