সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
মোরেলগঞ্জে প্রবাসী দরিদ্র কল্যাণ তহবিলের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ
মোরেলগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২ মার্চ, ২০২৫, ৮:০৬ PM আপডেট: ০২.০৩.২০২৫ ৮:২২ PM
বাগেরহাটের মোড়েলগঞ্জের ৯নং বলইবুনিয়া ইউনিয়নে আজ প্রবাসী দরিদ্র কল্যাণ তহবিল এর উদ্যোগে  মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতি বছরের ন্যায় কালিকাবাড়ির মাসুদ মার্কেটে এবারও ৩০০’শ জন দুঃস্থ ও অসহায় রোজাদার ব্যক্তিদের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।










বিতরণ অনুষ্ঠানে বলইবুনিয়া প্রবাসী দরিদ্র কল্যাণ তহবিলের বাংলাদেশ প্রতিনিধি সদস্য নুর মোহাম্মদ শেখ, মো. নেসারউদ্দিন শেখ, মো. আল-ইমরান, মো. মোশারফ হোসেন মাতুব্বর,মো. বেলায়েত শিকদার, মো. মনিরুল আলম খানসহ অভিভাবকগণ ও সংগঠনের সদস্য মো. শহিদুল ইসলাম,মো. রবিউল ইসলাম মাসুদ, মো. মামুন ফকির,মো. লিয়াকত আলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 










সংগঠনের বাংলাদেশ প্রতিনিধিরা বলেন, এই প্রবাসী দরিদ্র কল্যাণ তহবিলের ৬০ জন সদস্যই প্রবাসী এবং সকলেই বলইবুনিয়ার সন্তান।তাদের প্রতি মাসের পারিশ্রমিকের কিছু অংশ এই তহবিলে জমা করেন।সেই অর্থ দিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজ এলাকা বলইবুনিয়ার দুঃস্থ ও অসহায় মানুষের সেবা করার উদ্দেশ্যে ২০২১ইং সালের জুলাই মাসে ‘সেবাই আমাদের লক্ষ্য’ স্লোগানটি সামনে রেখে তহবিলটি গঠন করেন। 

উল্লেখ্য, এই তহবিল থেকে মসজিদ,মাদ্রাসা,এতিমখানা, লিল্লাহ বোডিংসহ অসহায় রোগীদের চিকিৎসা সেবাও প্রদান করা হয়।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত