‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে র্যালি ও আলোচনার সভার মধ্য দিয়ে ৭ম জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
রোববার (২রা মার্চ) উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে বেলা ১১টায় র্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদুল আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার রনি আহমেদ, ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামের আমির অধ্যক্ষ মঞ্জুরুল হক,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মো. হাসানুর রহমান সজীব,প্রেস ক্লাবের সভাপতি আব্দুল আউয়ালসহ বিভিন্ন দপ্তরের প্রধান,প্রতিষ্ঠানের প্রধান প্রমুখ।