‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’ এই শ্লোগানে জাতীয় ভোটার দিবস উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকালে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
এ সময় র্যালিতে উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক, উপজেলা নির্বাচন অফিসার স্বপন সাহা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম শাজাহান সিরাজ,উপজেলা সমাজ সেবা অফিসার রাকিবুল হাসান শুভ,শিক্ষক রুহুল আমিন শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।