চট্টগ্রাম নগরীতে পুলিশের অভিযানকালে জেরার মুখে এক মুদি দোকানদারের আকষ্মিক মৃত্যুর ঘটনা ঘটেছে৷
রবিবার (২ মার্চ) বিকেল সাড়ে চারটার সময় খুলশী থানাধীন কুসুমবাগ আবাসিক এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ থানা পুলিশের অফিসার রবিউলের জেরার মুখেই মো. আরফান প্রকাশ লাল মিয়া নামের এই ব্যবসায়ী মৃত্যু হয়৷
স্থানীয় দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা ফারুক শিকদার বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ বুলেটিনকে বলেন, লাল মিয়া অতি সাধারণ একজন মুদি দোকানদার৷ তার বিরুদ্ধে থানায় কোন মামলা তো দূরের কথা, কোন জিডি আছে কিনা সন্দেহ৷ অফিসার রবিউল সাহেব উনার দোকানের সামনে দাঁড়িয়েই উনাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ শুরু করলে এক পর্যায়ে তিনি সেখানেই কাঁপতে কাঁপতে মৃত্যুর মুখে ঢলে পড়েন৷
স্থানীয় একাধিক বাসিন্দা জানান, মুদি দোকানদার লাল মিয়া পুলিশের সামনেই ঢলে পড়ে যান৷ উনাকে ঐ অবস্থায় ফেলে পুলিশ দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয় বাসিন্দা ও বিএনপি নেতাদের অভিযোগ পুলিশ অফিসার রবিউল সম্প্রতি এলাকায় নিরীহ বাসিন্দাদের ব্যাপক হয়রানি করছে৷
বিএনপি নেতা ফারুক শিকদার ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এলাকায় যারা হাসিনার দোসর ছিল তারা সবাই এলাকা ছাড়া৷ এখন অভিযানের নামে সাধারণ জনগনকে যদি পুলিশ এভাবে ভয়ভীতি দেখায় তাহলে জনগণ ফুঁসলে উঠবে। আজ প্রথম রমজানে লাল মিয়ার মতন একজন রোজাদার ব্যক্তির মৃত্যুতে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’
খুলশী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মজিবুর রহমান জানান, আমার অফিসার একটি ওয়ারেন্টের আসামী গ্রেফতার করতে সেখানে গিয়েছিল৷ এসময় হয়তো একজন দোকানদারের কাছে এই বিষয়ে জানতে চেয়েছিল আর তাতেই সেই দোকাবদান সেখানে বেহুস হয়ে পড়ে যান৷ পরে সম্ভবত স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষনা করা হয়েছে৷ ঘটনাটি আমাদের উর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে৷ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে৷