মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
নেত্রকোনায় মাজারে ‘তৌহিদি জনতার’ হামলা-ভাঙচুর
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫, ৬:৪৪ PM
কেন্দুয়ায় উপজেলার একটি মাজারে হামলার ঘটনা হয়েছে। উপজেলার তারাবিহ নামাজের পর ‘তৌহিদি জনতার’ ব্যানারে কিছু লোক মাসকা বাজারসংলগ্ন হজরত শাহ নেওয়াজ ফকিরের (ল্যাংটা পাগলা) মাজারে গতকাল সোমবার এই হামলা চালায় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও মাজার কমিটির লোকজন জানান, প্রতি বছরের মতো এবারও ওরসের আয়োজন করা হয়। আগামী বুধবার মাজারে ৬৪তম বার্ষিক ওরস। এবার পবিত্র রমজান থাকায় ওরসে শুধু দোয়া মাহফিলের আয়োজন রাখা হয়। ওরস উপলক্ষে মাজার প্রাঙ্গণে তোরণ, প্যান্ডেল ও আলোকসজ্জা করা হয়। 

পুলিশ ও মাজার কমিটি সূত্রে জানা যায়, গতকাল রাতে স্থানীয় মসজিদে তারাবিহ নামাজের পর ‘তৌহিদি জনতা’র ব্যানারে লোকজন হঠাৎ করে লাঠিসোঁটা নিয়ে মিছিল শুরু করেন। একপর্যায়ে তারা মাজারে হামলা চালান। এ সময় নির্মাণ করা তোরণ, প্যান্ডেল ও আলোকসজ্জা ভেঙে ফেলা হয়।

মাজারে হামলার খবর পেয়ে এলাকার ভক্তরা মাজারে জড়ো হন। পরে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আসেন।

মাজার কমিটির সভাপতি আলী উছমান বলেন, ‘দীর্ঘদিন ধরে এখানে ভক্তরা ওরস পালন করে আসছেন। এবার রমজান মাস থাকায় আমরা শুধু দোয়া মাহফিলের আয়োজন করেছিলাম। কিন্তু হঠাৎ তৌহিদি জনতার নামে লোকজন লাঠিমিছিল করে মাজারে হামলা চালায়। এ সময় ভক্তরা খবর পেয়ে মাজারে আসতে থাকেন। পরে পুলিশ পরিস্থিতি শান্ত করেছে।’

প্রসঙ্গত, কেন্দুয়ার মাসকা বাজারসংলগ্ন হজরত শাহ নেওয়াজ ফকিরের (ল্যাংটা পাগলা) মাজারের অবস্থান। প্রতিবছর সেখানে ওরসের আয়োজন করা হয়। এবার ৬৪তম বার্ষিক ওরস পালনের প্রস্তুতি নিচ্ছল মাজার কমিটি; পবিত্র রমজান হওয়ায় কার্যক্রম সীমিত করা হয়। আগামী বুধবার শুধু দোয়া মাহফিলের আয়োজন করে মাজার কমিটি। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত