মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
মসজিদে সেজদারত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫, ৭:১৭ PM
সরিষাবাড়ীতে সেজদারত অবস্থায় বরকত আলী মুন্সি (৭০) নামে এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে। গত রাত ৮টার দিকে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পাটাবুগা জামে মসজিদে এশার নামাজের সময় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পাটাবুগা জামে মসজিদের মুয়াজ্জিন বরকত আলী মুন্সি। সে প্রতিদিনের মতো মসজিদে গিয়ে এশার নামাজের আজান দেন। এরপর দুই রাকাত সুন্নত নামাজ পড়া শুরু করেন। নামাজে সেজদারত অবস্থায় মসজিদের মধ্যে লুটিয়ে পড়েন তিনি। এ সময় এ অবস্থাতেই তার মৃত্যু হয়।

মাহে রমজানে নামাজরত অবস্থায় মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু হওয়ায় এলাকাবাসী ও তার পরিবার তাকে সৌভাগ্যবান মনে করছেন এবং সকলেই তার আত্মার শান্তি কামনা করছেন।

নিহতের নাতি হাবিব মিয়া জানান, দীর্ঘদিন ধরে পাটাবুগা জামে মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। রাতে এশার নামাজের আজান শেষ করে সুন্নত নামাজ পড়ার সময় সেজদারত অবস্থায় তার মৃত্যু হয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত