খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভাধীন এক খামারির বাড়িতে গভীর রাতে ফিল্মি স্টাইলে এক দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।
মঙ্গলবার (০৪ মার্চ) দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে মাটিরাঙ্গা পৌরসভাধীন ২নং ওয়ার্ড ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, ইসলামপুর এলাকার পোল্ট্রি খামারি মঞ্জুরুল ইসলাম এর বাড়ীতে গভীর রাতে ৪ জনের একটি মুখোশধারী ডাকাত দল একটি রাইফেল ও দেশীয় অস্ত্র নিয়ে দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। মঞ্জুরুল ইসলাম সহ তাঁর পরিবারের সকলকে হাত পা বেঁধে একটি কক্ষের মধ্যে আটকে রাখে। ঘরের আলমিরা এবং মালামাল তছ নছ করে নগদ টাকা, স্বর্ণালংকার ও ৪টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
মঞ্জুরুল ইসলাম বলেন, রাত আনুমানিক ২টার সময় ৪ জনের একটি মুখোশধারী ডাকাতদল দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে একটি রাইফেল ও দেশীয় অস্ত্র রামদা দিয়ে আমাদের জিম্মি করে পরিবারের সকলকে হাত পা বেঁধে গলায় রামদা ধরে রেখে একটি রুমে আটকে রাখে। এরপর তাঁরা ঘরের মালামাল তছনছ করে নগদ ৭৫ হাজার টাকা এক ভরি স্বর্ণ ও চারটি মোবাইল ফোন নিয়ে যায়। যাওয়ার সময় এই ঘটনা যদি প্রশাসনকে জানাই তাহলে আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মেরে ফেলবে বলে হুমকি দিয়ে গেছে। এ ঘটনায় আমি মামলার প্রস্তুতি নিচ্ছি।
স্থানীয় সিদ্দিক কোম্পানি বলেন, এ ঘটনার পর পুরো এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। প্রশাসনের কাছে আমাদের দাবী এই ডাকাত দলকে অবিলম্বে গ্রেফতার পূর্বক কঠিন শাস্তির আওতায় আনতে হবে।
অতিরিক্ত পুলিশ সুপার (মাটিরাঙ্গা সার্কেল) তফিকুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে মাটিরাঙ্গা থানার ওসি সহ আমি এসেছি, সন্ত্রাসীদেরকে চিহ্নিত ও ধরতে আমাদের বিশেষ টিম কাজ করছে, আশাকরি দ্রুততম সময়ের মধ্যে সন্ত্রাসীদেরকে আটক করতে