শনিবার ১৯ এপ্রিল ২০২৫ ৬ বৈশাখ ১৪৩২
শনিবার ১৯ এপ্রিল ২০২৫
সংখ্যালঘুদের পাশে দাঁড়িয়ে মৃত্যুঝুঁকিতে সাবেক শ্রমিক লীগ নেতা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৫ মার্চ, ২০২৫, ২:৫৫ PM আপডেট: ০৫.০৩.২০২৫ ৪:২০ PM
সাবেক প্রধানমন্ত্রীর নির্দেশে হিন্দু সম্প্রদায়ের পাশে বিভিন্ন সময় আর্থিক অনুদানও সহযোগীতা করে আসছেন ঢাকা মহানগর জাতীয় শ্রমিক লীগ (দক্ষিণ) উপ-সাংস্কৃতিকবিষয়ক সাধারণ সম্পাদক মুহাম্মদ মোহসীন। 

তিনি গত ২৪ অক্টোবর ২০২৩ সালে শ্রী শ্রী মোহর কালিবাড়ী মন্দির কমিটিকে সার্বজনীন দূর্গাপুজা সুষ্ঠুভাবে উদযাপনের জন্য শেখ হাসিনার নির্দেশে ২ লক্ষ টাকা অনুদান করেন। এছাড়াও বিভিন্ন সময় সংখ্যালঘুদের পাশে দাড়িয়েছেন। 

সম্প্রতি কিশোর উৎসব মণ্ডলকে ধর্মীয় অনুভুতিতে আঘাতের কারণে পিটিয়ে হত্যাচেষ্টায় গত ৮ সেপ্টেম্বর ২০২৪ সারাদেশে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন।
এদিকে ২০ সেপ্টেম্বর শুক্রবার রাতে যাত্রাবাড়ী এলাকায় জামায়াত-বিএনপি মুহাম্মদ মোহসীনকে বেধরক মারধর করেন। তারপর স্থানীয় লোকজন উদ্ধার করে অ্যাম্বুলেন্স যোগে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেই যাত্রায় তিনি কোনোরকম মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেন।

উল্লেখ্য তার পরিবারের লোকজনের উপরে নানা রকম অত্যাচার করছে, বাড়ি ঘরে ঢুকে তাকে না পেলে ভাঙচুর করছে, বাচ্চাদের স্কুলে যাওয়ার সময় বিভিন্ন রকম হুমকি দেওয়া হচ্ছে বলে জানান তার পরিবার।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত