সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
বসতঘরে অগ্নিকাণ্ডে নামাজরত নারীর মৃত্যু
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ মার্চ, ২০২৫, ৪:০৯ PM
মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের মাঝকান্দী পূর্বপাড়া রফিক মিয়ার বাড়িতে মঙ্গলবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় ঘরে নামাজরত অবস্থায় থাকা ছমিরন বেগম (৮৮) আগুনে পুড়ে ঘটনাস্থলে মারা যান।

পরে ৯৯৯-এ কল ফোন পেয়ে মধুখালী ফায়ার সার্ভিসের কর্মীরা ও এলাকাবাসীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে।

মধুখালী থানার ওসি নুরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে জানান, বৈদ্যুতিক শট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। ঘরে থাকা অবস্থায় একজন বৃদ্ধা মহিলা মারা গেছেন।

স্থানীয় বাসিন্দা ফরিদ মিয়া বলেন, আনুমানিক সাড়ে ৭টার দিকে বৃদ্ধা ছমিরন বেগম নামাজরত ছিলেন। বাড়িতে অন্য লোক না থাকায় আগুনের বিষয়টা তিনি বুঝতে পারেননি, আর এজন্যই আগুনে পুড়ে ঘটনাস্থলে মারা যান।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত