মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
নাটোরে স্কুলছাত্রীকে ধর্ষণের বিচার দাবিতে মানববন্ধন
নাটোর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ মার্চ, ২০২৫, ৭:৩২ PM
নাটোরের গুরুদাসপুরে স্কুল ছাত্রীকে অপহরণ ও ধর্ষণে অভিযুক্ত প্রধান শিক্ষক ফিরোজ আহমেদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার মাহমুদপুর উত্তরপাড়ায় এই কর্মসুচি পালিত হয়। 

মানববন্ধনে ভুক্তভোগীর পরিবারের নিরাপত্তা ও অভিযুক্ত ফিরোজের দ্রুত বিচার এবং ফিরোজ ও তার বাহিনি কর্তৃক মারপিট, হামলা, হুমকিসহ নানা অপতৎপরতার প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, ২০২২ সালের ২ অক্টোবর সকাল দশটার দিকে এসএসসি এক পরীক্ষার্থী ব্যবহারিক পরীক্ষা দিতে নাটোরের গুরুদাসপুরের মরিয়ম মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে যায়। ব্যবহারিক পরীক্ষা শেষে সাড়ে দশটার দিকে বিদ্যালয়ের মুল গেটের সামনে অবস্থানকালে একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ তাকে একটি মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে চলে যায়। পরে রাজশাহীর এক বাসায় আটকে রেখে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে কয়েক দফায় মেয়েটিকে ধর্ষণ করে ফিরোজ। 

ঐদিন রাতে পরীক্ষার্থীর মা অপহরণের অভিযোগ এনে প্রধান শিক্ষক ফিরোজ আহমেদসহ তিনজনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন। এরপরেই পুলিশ অভিযানে নেমে তথ্যপ্রযুক্তির সহায়তায় ভুক্তভোগীকে উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রধান শিক্ষক ফিরোজ পালিয়ে যায়। এ ঘটনায় প্রধান শিক্ষক ফিরোজ আহমেদের দৃষ্টান্তমুলক বিচারের দাবীতে ফুঁসে উঠেছিল এলাকাবাসী। পরে ঘটনাটি দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করলে র‍্যাব অভিযান চালিয়ে ঢাকার গাজীপুর থেকে ফিরোজকে গ্রেফতার করে। 

দীর্ঘদিন কারাগারে থাকার পর জামিনে মুক্ত হয়ে অভিযুক্ত ফিরোজ ভুক্তভোগীর পরিবারসহ মামলার স্বাক্ষিদের মারপিট, মামলা ও হুমকিসহ নানা অপতৎপরতা শুরু করেছেন। দ্রুত ফিরোজের বিচারসহ ভুক্তভোগীর পরিবারের নিরাপত্তা নিশ্চিতের জন্য আইনশৃঙ্খলাবাহিনীর প্রতি আহবান জানান তারা। 

এ বিষয়ে যোগাযোগ করা হলে ফিরোজ আহমেদ তার প্রতি আনা সকল অভিযোগ অস্বীকার করে জানান, তিনি ছাত্রী অপহরণ ও ধর্ষণে জড়িত নন। উদ্দেশ্য প্রণোদিতভাবে তার প্রতি নানা অভিযোগ আনা হচ্ছে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত