চলমান ডেভিল হান্ট অভিযানে কালিহাতী পৌরসভার সাবেক কাউন্সিলর ও উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ অজয় কুমার দে সরকার লিটনকে গ্রেফতার করেছে কালিহাতী থানা পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, পৌর এলাকার কালিহাতী বাজার থেকে মঙ্গলবার রাত ৯ টার দিকে কালিহাতী থানা পুলিশের বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
এ বিষয়ে কালিহাতী থানার ওসি আবুল কালাম ভূইয়া জানান, চলমান ডেভিল হান্ট অভিযানে নিয়মিত মামলায় কালিহাতী পৌরসভার সাবেক কাউন্সিলর ও উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ অজয় কুমার দে সরকার লিটনকে গ্রেফতার দেখিয়ে বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।