লাালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর (৩৮) মস্তকবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার (৫ মার্চ) দুপুরে সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ এলাকার ভুট্টাক্ষেত থেকে মরদেহটি করা হয়। মরদেহটি অন্য কোনো এলাকার হতে পারে বলে ধারণা করছেন এলাকাবাসী।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার দুপুরে স্থানীয় কৃষক শফিকুল ইসলাম তার রোপনকৃত ভুট্টাক্ষেত দেখতে যান। এসময় তিনি মরদেহটি দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে সদর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়। ওই নারীর পরনে ছিল কালো বোরকা ও হলুদ রঙের ওড়না। মরদেহের মাথাটি আশেপাশের কোথাও পাওয়া যায়নি।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ নুরনবী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলের পুলিশ উপস্থিত হয়েছে। মস্তকটি উদ্ধারের জন্য আশপাশের এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।
প্রাথমিকভাবে মরদেহের পরিচয় শনাক্ত সম্ভব হচ্ছে না বলেও জানান তিনি।