সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
চীনে নতুন প্রজাতির গিরগিটি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫, ৪:২৯ PM
চীনের গিরগিটির নতুন একটি প্রজাতির সন্ধান পাওয়া গেছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিছুয়ান প্রদেশের ছেংতু শহরে এই প্রজাতি খুঁজে পেয়েছে প্রাকৃতিক সংরক্ষণ এলাকা এবং বন্যপ্রাণী সুরক্ষা কেন্দ্র কর্তৃপক্ষ। চীনা সংবাদমাধ্যম সিএমজি এ খবর জানিয়েছে।

নতুন প্রজাতির গিরগিটির নাম সাইনসেলা ছেংতুয়েনসিস। বিশ্বে এই গণের ৪৩টি প্রজাতি চিহ্নিত করা হয়েছে। এদের প্রধানত এশিয়া, উত্তর এবং মধ্য আমেরিকায় পাওয়া যায়। এর মধ্যে ১৪টি প্রজাতি চীনে আবিষ্কৃত হয়েছে।

নতুন প্রজাতির গিরগিটিটি আকারে মাঝারি এবং চিকন। এর শুঁড় থেকে পেট পর্যন্ত দৈর্ঘ্য ২৮ দশমিক ৪ থেকে ৪৩ দশমিক ২ মিলিমিটার। এর পেট ঘন দাগযুক্ত এবং এতে অনিয়মিত ধূসর বাদামি দাগ আছে। এ আবিষ্কারের বৃত্তান্ত ‘অ্যানিমেলস’ আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে।

ছেংতু শহর তার বৈচিত্র্যময় ভূখণ্ডের জন্য পরিচিত। চীনের শীর্ষ জীববৈচিত্র্যময় শহরগুলোর মধ্যে ছেংতু একটি। এখানে ৭৫ প্রজাতির প্রাকৃতিক জলজ এবং উভচর প্রাণীর সন্ধান পাওয়া গেছে। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত