সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
ওসি ছাত্রলীগের কিনা তদন্ত করতে যাওয়া বিএনপি অফিসের ‘পিয়ন’ গ্রেপ্তার
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫, ৪:৪৬ PM
আশুলিয়া থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল হক ডাবলুর ছাত্রলীগ সম্পৃক্ততার বিষয়ে তদন্ত করতে যাওয়া বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পিয়ন সুমনকে চাঁদপুরের শাহরাস্তি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ বৃহস্পতিবার (৬ মার্চ) শাহরাস্তি থানার এক দল পুলিশ উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের চান্দল গ্রাম থেকে ডাবলুকে গ্রেপ্তার করে। 

গত ২ মার্চ ঢাকা জেলার পুলিশ সুপার আনিসুজ্জামান স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ মনিরুল হক ডাবলুকে আশুলিয়া থানার ওসির দায়িত্ব দেওয়া হয়। এরপর গত ৩ মার্চ ওই থানায় যোগদানের পর থেকেই ওসি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততা নিয়ে একটি ডিও লেটার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। 

ফেসবুকে ভাইরাল হওয়া সেই ঘটনার জেরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পিয়ন সুমন বিষয়টি তদন্ত করতে আশুলিয়া থানায় হাজির হন। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সুমন আশুলিয়া থানায় এসে বলেন যে, ওসি মনিরুল হক ডাবলু নাকি ছাত্রলীগ করতেন। তাই তার বিষয় তদন্ত করতে এসেছেন। 

উপস্থিত গণমাধ্যমকর্মীরা প্রশ্ন করলে সুমন নিজেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পিয়ন পরিচয় দেন। তখন ওসি ডাবলুকে তার কক্ষে চেয়ারে বসে থাকতে দেখা যায়। এরপর সুমন গোপনে তার গ্রামের বাড়ি ফিরে যান এবং বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার জানান, সুমনকে আইনি প্রক্রিয়া অনুসরণ করে আশুলিয়া থানার কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত