রবিবার ২৭ এপ্রিল ২০২৫ ১৪ বৈশাখ ১৪৩২
রবিবার ২৭ এপ্রিল ২০২৫
নড়াইলে জাতীয় পাট দিবস পালিত
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫, ৭:১৬ PM
পলিথিনের ব্যবহার পরিহার করি, পাট পণ্যের বাংলাদেশ গড়ি- এ প্রতিপাদ্য নিয়ে জেলায় জাতীয় পাট দিবস পালিত হয়েছে। 

দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।

বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা শেখ মাহবুবুল ইসলাম, উপসহকারি পাট উন্নয়ন কর্মকর্তা অভিজিৎ চন্দ্র দাস, পাট চাষী কামরুজ্জামান তুহিন, মলয় লস্কর প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জুবায়ের হোসেন চৌধুরী, নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মনিরুজ্জামানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ।

বক্তারা বলেন, ‘পরিবেশ দূষণমুক্ত রাখতে এবং পণ্যের গুণগত মান ভালো রাখতে পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এ আইনের আওতায় ধান, চাল, গম, ভুট্টা, সার, চিনি, মরিচ, হলুদ, পেঁয়াজ, রসুন, আদা, আটা, ময়দাসহ ১৯টি পণ্য মোড়কীকরণে পাটের বস্তার ব্যবহার বাধ্যতামূলক।’

জেলা পাট উন্নয়ন কর্মকর্তা শেখ মাহবুবুল ইসলাম বলেন, ‘পাট শিল্পের পুনরুজ্জীবন ও আধুনিকীকরণ ত্বরান্বিত করতে এবং বাংলাদেশী পাটকে আন্তর্জাতিকভাবে বিশ্বের কাছে পরিচিত করার লক্ষ্যে দেশব্যাপী জাতীয় পাট দিবস পালিত হয়ে থাকে। পাট চাষ বৃদ্ধিতে চলতি মওসুমে জেলায় ৮হাজার ১৩৪ চাষীকে পণোদনা হিসেবে পাট বীজ ও সার প্রদান করা হবে।’
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত