শনিবার ২৬ এপ্রিল ২০২৫ ১৩ বৈশাখ ১৪৩২
শনিবার ২৬ এপ্রিল ২০২৫
মেডিক্যাল কলেজ নিয়ে চক্রান্ত হলে কঠোর আন্দোলন
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫, ৭:৩১ PM
নীলফামারী মেডিক্যাল কলেজের কার্যক্রম চালু রাখা এবং দ্রুত স্থায়ী অবকাঠামো নির্মাণের দাবীতে সর্বস্তরের জনগণ ও শিক্ষার্থীদের ব্যানারে জেলা প্রশাসকের মাধ্যমে স্বাস্থ্য উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে। 

বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের চৌরঙ্গি মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। 

মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার, জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আন্তাজুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম, নীলফামারী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আব্দুর রহিম, নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম, ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নীলফামারীর ডা. সোহেলুর রহমান সোহেল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার আহবায়ক সৈয়দ মেহেদী হাসান আশিক, নাগরিক কমিটির আখতারুজ্জামান প্রমুখ। 

জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্সের সভাপতিত্বে মানবন্ধন সমাবেশ পরিচালনা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেফাউল জাহাঙ্গীর আলম শেপু। 

সভায় বক্তারা বলেন, দেশের ছয়টি মেডিক্যাল কলেজের মধ্যে সবদিক দিয়ে শীর্ষে রয়েছে নীলফামারী মেডিক্যাল কলেজ। তিনটি ব্যাচ এখান থেকে বের হয়েছে। অবকাঠামোগত উন্নয়ন না করে মেডিক্যালটি সরানোর ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। 

যদি মেডিক্যাল নিয়ে কোন ষড়যন্ত্র করা হয় তাহলে কঠোর কর্মসুচি ঘোষণা করা হবে এবং লাগাতার আন্দোলন ঘোষনা করা হবে। 

পরে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে স্বাস্থ্য উপদেষ্টা বরাবর জেলা প্রশাসক মাধ্যম স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) সাইদুল ইসলাম। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র উপস্থিত ছিলেন। 

নীলফামারী মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ জিম্মা হোসেন বলেন, আগামী ১১মার্চ মন্ত্রনালয়ে সভা রয়েছে। নতুন মেডিক্যাল কলেজগুলোর সমস্যা চিহিৃতকরণ ও সম্ভাবনা বিষয়ক এই সভা আহবান করা হয়েছে। 

এর আগে দু’দিন সভা আহবান করা হলেও তা স্থগিত করা হয়। তবে মেডিক্যালটি সরানো কিংবা বন্ধ করার ব্যাপারে অফিসিয়ালি কোন তথ্য পাওয়া যায়নি। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত