শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫ ১২ বৈশাখ ১৪৩২
শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫
বেলুন কেনার লোভ দেখিয়ে দুই শি'শুকে বৃদ্ধের ধ'র্ষণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৮ মার্চ, ২০২৫, ৪:১৪ PM আপডেট: ০৮.০৩.২০২৫ ৬:৩৫ PM
আট বছর ও দশ বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের অভিযোগে সেকান্দার আলী চোকদার (৬৫) নামের এক অভিযুক্ত বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।

ধর্ষণের অভিযোগে গ্রেফতার সেকান্দার মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ী সেরাজবাদ গ্রামের ইসমাইল চোকদারের ছেলে। তিনি সদরের চরমুক্তারপুর এলাকায় শরবত বিক্রি করেন বলে জানা গেছে।

গতকাল শুক্রবার (৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার চরমুক্তারপুর এলাকায় স্থানীয়রা তাকে আটক করে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিলে পুলিশ সেখানে গিয়ে তাকে গ্রেফতার করে। মুন্সীগঞ্জ সদর থানার একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গত ২ মার্চ বিকাল ৩টার দিকে ওই ধর্ষণের ঘটনা ঘটে। তবে বিষয়টি শুক্রবার রাতে জানাজানি হয়। পরে ধর্ষণের ঘটনায় দুই শিশুর মধ্যে একজনের মা বাদী হয়ে মুন্সীগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন।

পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ওই দুই শিশু তাদের পরিবারের সঙ্গে সদরের চরমুক্তারপুর এলাকায় ভাড়াবাড়িতে থাকতো। দুই শিশুকে খাবার ও বেলুন কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের নির্জনে নিয়ে ধর্ষণ করে আসামি।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল আলম জানান, শুক্রবার রাতে দুই শিশুর একজন তার মাকে ঘটনাটি জানায়। পরে স্থানীয়রা আসামিকে আটক করে জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ সেখানে গিয়ে আসামিকে গ্রেফতার করে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত