শনিবার ২৬ এপ্রিল ২০২৫ ১৩ বৈশাখ ১৪৩২
শনিবার ২৬ এপ্রিল ২০২৫
কালীগঞ্জে উদযাপিত হলো আন্তর্জাতিক নারী দিবস
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ মার্চ, ২০২৫, ৬:৫১ PM

"অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” প্রতিপাদ্যে গাজীপুরের কালীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে।


শনিবার (৮ মার্চ) সকালে দিবসটি উপলক্ষে র্যালী ও উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কালীগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসনিম ঊর্মী, কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা তাসলিম, মৎস্য কর্মকর্তা রাজিয়া সুলতানা, আনসার বিডিপি কর্মকর্তা ওবায়দুর রহমান, জাতীয় মহিলা সংস্থা কালীগঞ্জ শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগম, প্রশিক্ষক রাকিবুল ভূঁইয়া, উপজেলার বিভিন্ন দফতর প্রধান, কালীগঞ্জ মহিলা বিষয়ক অধিদপ্তর, মহিলা সংস্থা, কালীগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ নারী উদ্যােক্তা, প্রশিক্ষণার্থী, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়া একই প্রতিপাদ্যে নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় কালীগঞ্জ পৌরসভার আয়োজনে দিবস উপলক্ষে র্যালী অনুষ্ঠিত হয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত